জাব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান চিত্র।

 DBS24

কুলাউড়া উপজেলা প্রতিনিধি 

 বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাবদা গ্রামে কৈয়াদান্নি(আনফানাই) নদীর তীরে অবস্থিত।এটি একটি পাকা ভবন ও একটি আধাপাকা ভবন নিয়ে গঠিত। এতে মোট ৫টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে।ব(২০১২খ্রি.)। বিদ্যালয়টি নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর নদীভাঙ্গনের মুখে পড়ে।  উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার।


বিদ্যালয়ের পাশে দিয়ে ফানাই নদী অতিবাহিত হয়েছে। নদীর পাশে বিদ্যালয় টি অনেক মনোমুগ্ধকর লাগে। এই বিদ্যালয়ের পিছনে অনেক গাছপালা রয়েছে। এর মধ্যে সুপ্ররিচিত একটি গাছ যা এলাকার লোকজন খেন্গ গাছ নামে ডাকে। ফানাই নদী টা যখন শুকিয়ে যাওয়ার পথে তখন এলাকার লোকেরা বিভিন্ন পদ্ধতি দিয়ে মাছ মেরে থাকেন। 

ভিডিও ধারন  : কুলাউড়া প্রতিনিধি Rafi Sheikh 


#dbs_news_24 #NewsUpdate #todaynews

Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রস্তাবিত নামঃ বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়, ডিবিএস নিউজ ২৪

যুক্তরাজ্যে অবস্থান করে দেশদ্রোহী কর্মকান্ড ও প্রপগান্ডা চালিয়ে যাচ্চে সঞ্জয় মল্লিক

মোঃ আজহারুল ইসলাম বাবু দাম্মাম প্রাদেশিক যুবদল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত