ভারতের চেন্নাইয়ে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

 তারিখ : ০৭/১০/২০২৪

নিজস্ব প্রতিবেদক 


ভারতের চেন্নাইয়ে মেরিনা সৈকতে বিমানবাহিনীর এয়ার শো দেখতে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে অন্তত একজনের মৃত্যুর কারণ ছিল হিট স্ট্রোক।


রোববার (৬ অক্টোবর) ৯২তম ভারতীয় বিমানবাহিনী দিবস উদযাপনের অংশ হিসেবে এয়ার শো দেখার জন্য এদিন স্থানীয় সময় সকাল ১১টার আগেই উৎসাহী পরিবারগুলো মেরিনা সৈকতে জড়ো হয়। অনেককে তীব্র রোদ থেকে বাঁচতে ছাতা দিয়ে নিজেদের ঢেকে রাখতে দেখা গেছে।


দেশটির জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনী দিবস উদ্‌যাপন উপলক্ষে এই এয়ার শোর আয়োজন করা হয়। এয়ার শোতে একটি সিমুলেটেড উদ্ধার অভিযান এবং জিম্মিদের মুক্ত করার জন্য স্পেশাল গারুড় বাহিনীর কমান্ডোদের প্রদর্শনী ছিল। 


শোটিতে অত্যাধুনিক রাফালসহ ৭২টি যুদ্ধবিমান প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল দেশীয়ভাবে তৈরি অত্যাধুনিক লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস, লাইট কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড এবং হেরিটেজ বিমান ডাকোটা। 


এয়ার শো দেখতে সমুদ্র সৈকতে প্রায় ১৫ লাখ মানুষ জড়ো হয়েছিল। 


এ নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির বাইরে এবং দক্ষিণ ভারতে প্রথমবারের মতো এয়ার শো করলো ভারতীয় বিমানবাহিনী। ২০২৩ সালের অক্টোবরে আইএএফ প্রয়াগরাজে এয়ার শো করেছিল এবং ২০২২ সালে করেছিল চণ্ডীগড়ে।


সারাদিনের সর্বশেষ খবর পেতে DBS News ফলো করুন

Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রস্তাবিত নামঃ বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়, ডিবিএস নিউজ ২৪

যুক্তরাজ্যে অবস্থান করে দেশদ্রোহী কর্মকান্ড ও প্রপগান্ডা চালিয়ে যাচ্চে সঞ্জয় মল্লিক

মোঃ আজহারুল ইসলাম বাবু দাম্মাম প্রাদেশিক যুবদল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত