জনাব শৈয়ব আলীর(কালা)লাশ আগামীকাল এসে দেশে পৌছাবে

 সব কিছু ঠিক থাকলে, জনাব শৈয়ব আলীর(কালা) লাশ আগামীকাল  সৌদি আরব থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, বাংলাদেশ সময় সকাল ১০টায়  পৌঁছানোর কথা রয়েছে। 


মরহুমের জানাজার নামাজ আগামীকাল ৭ই নভেম্বর ২৪ইং, রোজ বৃহস্পতিবার, ২ টা ৪০মি: সময় নবীগঞ্জ বাজার সংলগ্ন মাঠে  অনুষ্ঠিত হবে। 


এতে প্রত্যাক মুসলমান ভাইদের নামাজে শরীক হওয়ার জন্য দাওয়াত করা যাইতেছে।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইছি রাজিউন


তিনি,  ১০ই অক্টোবর ২৪ইং এক দুর্ঘটনায় চিকিৎসা দিন অবস্থায়  কিং ফাহাদ হসপিটালের সৌদি সময় ১০ টা ১৫  মিনিটে, (বাংলাদেশ সময় রাত ১ :১৫ মিনিটের) সময়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


ইন্নালিল্লাহি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন।



মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন, আমিন।

Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রস্তাবিত নামঃ বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়, ডিবিএস নিউজ ২৪

যুক্তরাজ্যে অবস্থান করে দেশদ্রোহী কর্মকান্ড ও প্রপগান্ডা চালিয়ে যাচ্চে সঞ্জয় মল্লিক

মোঃ আজহারুল ইসলাম বাবু দাম্মাম প্রাদেশিক যুবদল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত