ধান ব্যবহৃত আগাছানাশক পরিচিতি
🌾#ধান_ব্যবহৃত_আগাছানাশক_পরিচিতি_বিস্তারিত
✅ ধানের চারা জমিতে রোপনের পর তবে আগাছা গজানোর আগে নিম্নলিখিত গ্রুপের যে কোন একটি আগাছানাশক ব্যবহার করে আগাছা দমন করা যাবে।
1️⃣ #বুটাক্লোর_জাতীয়ঃ
এমক্লোর ৫ জি(হেক্টরে ১০-১৫ কেজি)
বাইবুটা ৫ জি(হেক্টরে ১২৫গ্রাম)
নিউক্লোর ৫ জি(হেক্টরে ১২৫গ্রাম)
2️⃣ #প্রেটিলাক্লোর_জাতীয়ঃ
রিফিট ৫০০ ইসি
কমিট ৫০০ ইসি ও
সুপারহিট ইত্যাদি
3️⃣#পেনডিমিথালিন_জাতীয়ঃ
পানিডা
দাফা
পেন্ডুলাম ইত্যাদি
4️⃣ #অক্সাডায়াজন_জাতীয়ঃ
দাজ
উইডার
একটিভার ও
সুপার কেয়ার ইত্যাদি
5️⃣#এসিটাক্লোর+বেনসালফিউরন_মিথাইল_জাতীয়
চেনজার ১৮ ডব্লিউপি
ফরেক্স ১৮ ডব্লিউপি
এসিবেন ১৮ ডব্লিউপি ও
মায়ার ১৮ ডব্লিউপি ইত্যাদি
👉 এগুলো মাটিতে একটি স্তর তৈরি করে, যা আগাছার অঙ্কুরোদগমে বাধা দেয়।
✅ ধানের চারা🌱 রোপণের পর এবং আগাছা জন্মানোর পর নিচের যেকোন একটি আগাছা নাশক ব্যবহার করুন।
1️⃣#পাইরাজোসালফিউরান_ইথাইল_জাতীয়ঃ
লেজার ১০wp (হেক্টরে ১২৫গ্রাম)
সুপারপাওয়ার ১০wp(হেক্টরে ১২৫গ্রাম)
হার্বিকীল ১০wp(হেক্টরে ১২৫গ্রাম)
2️⃣ পেনোক্সাসুলাম+ সাইহ্যালোফপ বিউটাইল জাতীয়ঃ
পুনটো ৬ ওডি
👉ধান রোপনের ১২ দিন পর আগাছা
৩-৪ 🌿 পাতা হলে
3️⃣ #পেনোক্সাসুলাম_জাতীয়ঃ
গ্রানাইট ২৪০ এসসি
👉ধান রোপনের ১০-১২ দিন পর আগাছা
৩-৪ 🌿 পাতা হলে।
4️⃣ #বিসপাইরিব্যাক_সোডিয়াম_জাতীয়ঃ
প্রুন ১ ২০ ডব্লিউ পি/
এক্সট্রাপাওয়ার ২০ ডব্লিউ পি
ফসল এক্সট্রা ২০ ডব্লিউ পি ও
বেট ২০ ডব্লিউ পি ইত্যাদি
5️⃣ ২,৪ ডি জাতীয়ঃ
উইডক্লীন ৪৮০ এসএল
ফিল্ডার প্লাস ৪৮ এসএল ও
টপ হিট ৪৮ এস এল ইত্যাদি
6️⃣ #কার্ফেন্টাজোন_ইথাইল_জাতীয়ঃ
হ্যামার ২৪ ইসি ও
এইম ৪০ ডিএফ ইত্যাদি
👉ধানের চারা রোপনের ২০-২৫ দিনের
মধ্যে প্রয়োগ করতে হয়।
🔕বিঃদ্রঃ আগাছানাশক ব্যবহারের পূর্বে অবশ্যই প্যাকেটে গায়ে লিখা অনুমোদিত মাত্রা ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করবেন।
#আধুনিক
#ধান
#চাষ
#পদ্ধতি
#আগাছা
#দমন
#কৌশল
Comments
Post a Comment