পর্যাপ্ত পানি না থাকার কারনে' কৃষি জমি চাষ হচ্ছে না।
পর্যাপ্ত পানি না থাকার কারনে' কৃষি জমি চাষ হচ্ছে না।
ভূকশিমইল, কুলাউড়ার হাকালুকির আশেপাশে।
সিলেট বিভাগের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী হাওড়, হাকালুকি হাওর, আশেপাশে পর্যাপ্ত পানির ব্যবস্হা না থাকায় চাষ যোগ্য জমি চাষ হচ্ছে না। হাকালুকির পানির মূল উৎস হচ্ছে বৃষ্টির পানি বা নদীর পানি।
শুকিয়ে গেছে হাকালুকির হাওড়ের আশপাশের নদীগুলো। কৃষি জমি পানি না পেয়ে ফেটে গেছে।
যে জমিতে পানি আগে দেওয়া হয়েছে, সেই জমি কৃষকরা চাষ করেছেন। আর যে জমিতে পানি দিতে পারেননি সেই জমি চাষ করা হয়নি।
কৃষকরা এখন একমাত্র বৃষ্টির অপেক্ষায়। দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না। যদি মেঘ নামে তাহলে তারা তাদের জমি চাষ করতে পারবে।
স্হানীয় লোকদের জিজ্ঞেসাবাদে তারা তাদের দুঃখ প্রকাশ করলো। তাদের এখানে একটা পানির নলকূপ থাকা বেশি জরুরি। তারা তাদের জমিতে পর্যাপ্ত ফলন পায় না,শুধু মাএ পানির ব্যবস্হা না থাকায়।
তাদের জমির পাশে দিয়ে যে যদি গুলো অতিবাহিত হয়েছে, সেই নদীগুলোর পানি ধারন করার ক্ষমতা কম।
পানির অঞ্চলে বসবাস করে অথচ চাষ করার সময় তারা পানি পায় না।বৃষ্টির পানির অপেক্ষা থাকেন। বৃষ্টি নামলে কৃষকের মুখে ফুটে হাসি।
ডিবিএস নিউজ ২৪
প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা
মোঃ রাফি শেখ
Comments
Post a Comment