নতুন ভাইরাস Human metapneumovirus / HMPV ছড়িয়ে পড়েছে চীনে।

 স্বাস্হ্য সতর্কতা : 

নতুন ভাইরাস Human metapneumovirus / HMPV ছড়িয়ে পড়েছে চীনে। প্যানডেমিক বা মহামারীর আশংকা করা হচ্ছে , এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রোগী সনাক্ত হয়নি।

করোনা বা কোভিডের মতো মহামারী হতে পারে বলে সতর্কতা জারী করা হচ্ছে ।


হাঁচি কাশি অর্থাৎ রেসপিরেটরী ড্রপলেট দিয়ে ইনফেকশানের শুরু। জ্বর মাথাব্যাথা শরীর ব্যাথা , কাশি আস্তে আস্তে শ্বাসকষ্ট হতে পারে।

ফুসফুসে বেশি প্রদাহ বা ইনভলভমেন্ট হলে ARDS হয়ে ফুসফুস ফেল্যুর হতে পারে।


করোনার মতোই সতর্কতা অবলম্বন কাম্য। চীন ভ্রমণে আপাতত সতর্ক হউন। মাস্ক ব্যবহার , পরিচ্ছন্নতা কাম্য। 

১৫ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে এই ভাইরাস জনিত রোগে সংক্রমণের সম্ভাবনা বেশি।

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম - ডায়াবেটিস, স্টেরয়েড নেয়া রোগী, ট্রান্সপ্ল্যান্ট , এজমা বা হাঁপানী রোগী, হার্ট সমস্যায় আক্রান্ত রোগীরা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। 


এখন পর্যন্ত এতো প্যানিকড হবার কারণ মনে করছিনা।

সাধারণ ঠান্ডা জ্বরের মতোই ট্রিটমেন্ট। তবে প্যানডেমিক হলে এসব ভাইরাস খুব দ্রুত ভ্যারিয়েন্ট চেইঞ্জ করে - তখন ট্রিটমেন্ট জটিল হয়ে আসে।


শুভকামনা সবার জন্য।


Dr.Asif Ur Rahman

MRCEM-UK.FRCEM(FINAL-UK)

DA.MCPS.FIPM.MBBS

Consultant - Critical Care




Medicine (ICU),NINS

Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রস্তাবিত নামঃ বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়, ডিবিএস নিউজ ২৪

যুক্তরাজ্যে অবস্থান করে দেশদ্রোহী কর্মকান্ড ও প্রপগান্ডা চালিয়ে যাচ্চে সঞ্জয় মল্লিক

মোঃ আজহারুল ইসলাম বাবু দাম্মাম প্রাদেশিক যুবদল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত