মুক্তাজিপুরের পুরাতন পুল ভেঙ্গে, নতুন পারাপারের পুলের কাজ চলছে।
মুক্তাজিপুরের পুরাতন পুল ভেঙ্গে, নতুন পারাপার পুলের কাজ চলছে।২০২৫ ইং
কুলাউড়া উপজেলার ২নং ভূকশিমইল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড' মুক্তাজিপুর গ্রামের এই পুলটি।
মুক্তাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পারাপারের জন্য একটা পুল রয়েছে! সেটা কয়েক বছর যাবত ভাঙ্গ ছিল। অনেক বছর পরে এটা মেরামতের জন্য কিছু অনুদান আসে।এর কাজ রমজান মাসেও চলমান। গত ৫/৬ দিন যাবত এর ভাঙ্গা কাজ চলছে।
অনেক মজবুত থাকার কারনে ভাঙ্গার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে অল্প সময়ে এই পুল ভেঙ্গে নতুন পুলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
ভূকশিমইল ইউনিয়ন বৃহৎ পুলের মধ্যে এটাও একটা।যখন বন্যা হয় তখন আশে পাশে অনেক পানি জমা হয় তখন সেটার নিচ নিয়ে পানি চলে যায়।
এই পুলের কার্যক্রম দেখে স্হানীয় লোকেরা অনেক খুশি হয়েছেন।এই পুল টি প্রায় কয়েক শত বছর পুরনো। এটা কয়েক বছর যাবত ভাঙা। রড বের করা ছিল।
স্টাফ রিপোর্টারঃ রাফি শেখ।
DBS News 24
Comments
Post a Comment