উদীয়মান তরুণ সংঘ,জাব্দা, রমজান মাসে লাইটিং কাজ।
শিক্ষা,ঐক্য,সেবা,শান্তি.....উদীয়মানের মূলনীতি
গত ০৬ ও ০৭ই মার্চ ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার ও শুক্রবার উদীয়মান তরুণ সংঘ জাব্দা এর মাধ্যমে জাব্দা গ্রামের রাস্তার লাইটিং মেরামতের কাজ করা হয়।বিগত কিছুদিন থেকে মানুষ রাতের অন্ধকারে বিশেষ করে, তারাবিহ নামাজ ও ফযরের নামাজে যেতে ধুলাবালিময় রাস্তায় বেশ সমস্যার মুখামুখি হতে হয়েছিলো।আলহামদুলিল্লাহ,এখন রাতের অন্ধকারে মানুষে খুব সহজে চলাচল করতে পারছে।পুরো পথ আলোকিত যার মাধ্যমে মানুষের চলাফেরা খুব সুবিধাজনক হচ্ছে।
উদীয়মান তরুণ সংঘ, জাব্দা সংগঠন ১৭ই মার্চ ২০১৮ সালে প্রতিষ্টার পর থেকে প্রায় সকল সামাজিক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এতদূর সংগঠনকে এগিয়ে নিতে এলাকার প্রায় সর্বস্তরের মানুষের অবদান আছে।
অত্র অঞ্চলের সবচেয়ে পুরােনা ও সুনামধন্য সংগঠন উদীয়মান তরুণ সংঘ। প্রতিষ্টা হওয়ার পর থেকে সমাজে নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
উদীয়মান তরুণ সংঘ, জাব্দা এর সেবা সমূহ:-
১। সাধ্যনুযায়ী গরীব ও দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা।
২। রাস্তা চলাচলে মানুষের সমস্যা হয় এমন পরিস্থিতিতে মেরামতের ব্যবস্থা।
৩। যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।
৪। দুঃস্থ ও অসহায় পরিবারকে সহায়তা প্রদান।
৫। এতিমখানা, মসজিদ, মাদ্রাসা ও স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সাধ্যনুযায়ী সহায়তা প্রদান।
৬। ঈদে দুঃস্থ মুসলিম পুরুষ ও মহিলাদের মধ্যে সাধ্যনুযায়ী নতুন কাপড়, সেমাই, চিনি ইত্যাদি বিতরণ।
৭। জাতি, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সকল দুঃস্থ ও অসহায় লোকদের আর্থিক সহ বিভিন্ন প্রকার সহায়তা প্রদান।
৮। গরীবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা।
৯। যেকোনো দূর্যোগে যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানো।
১০। গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ,শিক্ষার অগ্রগতির জন্য প্রতিযোগিতার আয়োজন/নিয়মিত ক্লাসে উপস্থিতির জন্য বিশেষ পুরস্কার।
১১।অভাবগ্রস্থ পরিবারের মধ্যে কিছু শীতকালীন শীতবস্ত্র বিতরণ
১২। যেকোনো দূর্যোগে যথাসম্ভব মানুষের পাশে দাঁড়ানো।
এছাড়াও এলাকার উন্নয়নে আর অনেক খাতে ভুমিকা রাখছে উদীয়মান পরিবার।যেমন মানুষের শেষ বিদায়ে প্রয়োজনীয় এলুমিনিয়ামের তৈরি গোসলের খাট,মৃত মানুষ বহনের কড়াল,রাতের অন্ধকারে কবর খননের সুবিধার্থে গুরুস্থানে সৌর লাইটিং ব্যবস্থা,কৃষকের খেলা সহ যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে।
Comments
Post a Comment