বিদগ্ধ আলেমকে মুহতামীম নিয়োগে প্রশংসায় ভাসছেন কমিটির নেতৃবৃন

 । 


মুহাম্মদ আমির উদ্দিন কাশেম

 জেলা প্রতিনিধি মৌলভীবাজার। 


 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের প্রাচিনতম দ্বীনি বিদ্যাপিঠ লালারচক দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা ( ইহতেমামী)র দায়িত্বভার দেয়া হয়েছে মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রধান মুফতি অত্র এলাকার কৃতি সন্তান  মাওলানা মুফতি আশরাফুল হক্বকে।


গতকার বৃহস্পতিবার (১০এপ্রিল)  বাদ জুহর মাদ্রাসা মিলনায়তনে কমিটির সিনিয়র দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিয়োগ পত্র প্রদানের মাধ্যমে নবনিযুক্ত  মুহতামিম সাহেবকে  দায়িত্ব হস্তান্তর করা হয়।


এই খবর জাতীয় পত্রিকা ও পোর্টালে প্রকাশিত হওয়ার পর মুহুর্তেই এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে এতে সোশ্যাল মিডিয়াসহ দেশি ও প্রবাসি প্রত্যেকের মুখে মুখে প্রচারণা চলতে দেখা যায়। এ ব্যাপারে লালারচক এলাকার ও মাদ্রাসা সংশ্লিষ্টদের অনেকের সাথে কথা বলেন অত্র প্রতিবেদক, এসময় তারা সকলেই বলেন  অনেকদিন পর একজন যথাযোগ্য লোক যথাস্থানে নিয়োগ দিয়েছেন কমিটির নেতৃবৃন্দরা, তাই তারা মাদ্রাসা পরিচালনা কমিটি ও কার্যনির্বাহি কমিটিসহ এলাকার প্রবীণ ও বিচক্ষণ নেতৃবৃন্দের প্রশংসাও করেছেন।



উল্লেখ্য যে,গত ০৫-০৪ ২০২৫ ইংরেজি শনিবার উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটি ও কার্যনির্বাহি কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে সর্বসম্মতিক্রমে লালারচক দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম পদে মাওলানা  মুফতি আশরাফুল হককে নিয়োগ দেওয়া হয়।

 শাইখুল হাদিস মুফতি আশরাফুল হক একনাগাড়ে চৌদ্দ বৎসর সিলেটের প্রাচিনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেউলগ্রাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতি হিসাবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও মৌলভীবাজারের জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় বুখারি শরীফের দারস প্রদান করেন,শায়খে কৌড়িয়া রহ. এর জামাতা মাওলাা সালেহ আহমদ পরিচালিত রানাপিং মাদ্রাসায় বুখারি ২য় খন্ডের দারস প্রদান করেন, দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রস্তাবিত নামঃ বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়, ডিবিএস নিউজ ২৪

যুক্তরাজ্যে অবস্থান করে দেশদ্রোহী কর্মকান্ড ও প্রপগান্ডা চালিয়ে যাচ্চে সঞ্জয় মল্লিক

মোঃ আজহারুল ইসলাম বাবু দাম্মাম প্রাদেশিক যুবদল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত