কষ্ট দিলে কষ্ট পায় ?? শরীফ নবাব হোসেন ।
কষ্ট দিলে কষ্ট পায় ??
শরীফ নবাব হোসেন ।
কষ্ট দিলে কষ্ট পায়
এর কোন বিকল্প নাই
মনে দেয়া কষ্ট
কভু মুচে না যায় ।
আল্লাহ মাফ করেন না
মানুষের মনের ব্যথা
যার ব্যথা তিনি না করলে মাফ
পাপ হইবে না কখনো সাফ ।
কষ্ট দিয়ে পায় সুখ
দেখি তার হাসিমুখ
একসময় পড়ে ধরা
তাদের জীবনে নামে খরা !
ঘুষে ফাইলে কাজে আত্মসাতে
সাধারণ জনতাকে করে হয়রানি
তারা কী মানুষ না পিচাশ
তা আমরা না জানি ?
মানুষকে কষ্ট দেয়া মহা অপরাধ
এটা পাপের উপরেও বড় পাপ
পাপী দের জীবনেও আসে সর্বনাশ
পরিবর্তীত সময়ে হয় তারা হতাশ ।।
অপরকে কষ্ট দেয়া ও বঞ্চিত করার মাঝে
নেই বিন্দুমাত্রও আত্মার সুখ
সহযোগিতা ও সহমর্মিতার মাঝে সকল সুখ
অমানবিকতা ও অবিচারে সীমাহীন দুঃখ ।
যাহোক , কোনকিছুর লোভে মোহে স্বভাবের খায়েশে
মানুষের মনে দেবোনা কষ্ট
মানুষের চলার পথকে করে দেবো সহজ
অন্যের ক্ষতি করে হবোনা পথভ্রষ্ট ।।
শরীফ নবাব হোসেন ।
Comments
Post a Comment