রফিনগর হাওরে ষাড় গরু খুঁজতে গিয়ে নিখোঁজ যুবক, ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি..!

 রফিনগর হাওরে ষাড় গরু খুঁজতে গিয়ে নিখোঁজ যুবক, ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি..!

সম্পাদক: রাফি শেখ,  ৩১ মে ২০২৫ ইং



 বরমচাল ইউনিয়নের রফিনগর হাওর থেকে লোকমান মিয়া (৩৮) নামের এক যুবক গতকাল শুক্রবার (৩০ মে) নিখোঁজ হয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে চাচাতো ভাইয়ের হারিয়ে যাওয়া একটি ষাড় গরু খুঁজতে হাওরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকে দীর্ঘ ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ লোকমান মিয়া রফিনগরের বাসিন্দা এবং পিতা মো: আব্দুল লতিফ (অমু)। পরিবার জানায়, গরু খুঁজতে তিনি রফিনগর-মাধবপুর হাওরের দিকে একা বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়স্বজন মিলে বিভিন্ন হাওরাঞ্চল, আশপাশের গ্রাম এবং আত্মীয়দের বাড়ি বাড়ি খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে এবং স্থানীয়দের সহযোগিতায় সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এলাকাবাসীর মতে, লোকমান মিয়া একজন শান্তশিষ্ট ও সবার প্রিয় মানুষ। তার এভাবে নিখোঁজ হওয়ায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে স্থানীয় প্রশাসন অথবা লোকমান মিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: +8801765859269

Comments

Popular posts from this blog

বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব, প্রস্তাবিত নামঃ বাদে ভূকশিমইল আদর্শ উচ্চ বিদ্যালয়, ডিবিএস নিউজ ২৪

যুক্তরাজ্যে অবস্থান করে দেশদ্রোহী কর্মকান্ড ও প্রপগান্ডা চালিয়ে যাচ্চে সঞ্জয় মল্লিক

মোঃ আজহারুল ইসলাম বাবু দাম্মাম প্রাদেশিক যুবদল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত