জাব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান চিত্র।
DBS24 কুলাউড়া উপজেলা প্রতিনিধি বিদ্যালয়টি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা ২নং ভূকশিমইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জাবদা গ্রামে কৈয়াদান্নি(আনফানাই) নদীর তীরে অবস্থিত।এটি একটি পাকা ভবন ও একটি আধাপাকা ভবন নিয়ে গঠিত। এতে মোট ৫টি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষ আছে।ব(২০১২খ্রি.)। বিদ্যালয়টি নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছর নদীভাঙ্গনের মুখে পড়ে। উপজেলা সদর হতে বিদ্যালয়টির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। বিদ্যালয়ের পাশে দিয়ে ফানাই নদী অতিবাহিত হয়েছে। নদীর পাশে বিদ্যালয় টি অনেক মনোমুগ্ধকর লাগে। এই বিদ্যালয়ের পিছনে অনেক গাছপালা রয়েছে। এর মধ্যে সুপ্ররিচিত একটি গাছ যা এলাকার লোকজন খেন্গ গাছ নামে ডাকে। ফানাই নদী টা যখন শুকিয়ে যাওয়ার পথে তখন এলাকার লোকেরা বিভিন্ন পদ্ধতি দিয়ে মাছ মেরে থাকেন। ভিডিও ধারন : কুলাউড়া প্রতিনিধি Rafi Sheikh #dbs_news_24 #NewsUpdate #todaynews