Posts

Showing posts from November, 2024

ছেলে মাকে হ''ত্যা' করে নি,তদন্তে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Image
 DBS NEWS 24 বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে। পুলিশ এখন বলছে, নিহতের ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ছবি:সংগৃহীত  শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে দুপচাঁচিয়া থানায় পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোঁয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে মাবিয়া স্বীকার করেন, চার মাস আগে উম্মে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন। ভাড়ার পাওনা টাকাসহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া। এর জেরে ২ সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা। এর আগে, গত রোববার (১০ নভেম্বর) বগুড়ার দুপচাঁচিয়ায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ‘আজিজয়া মঞ্জিল’ বাড়িতে খুন হন উম্মে সালমা (৫০) নামে এক গৃহবধু। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাদ বিন আজিজুরকে গ্রেফতার করা হয়। সেসময় র‌্যাব জানিয়েছিল, হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিল তার ছেলে। পরে মরদেহ ডি...

৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে খেলাফত ছাত্র মজলিস এর সংবর্ধনা

Image
DBS NEWS 24 মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনে হিফজ করা ৭ বছরের শিশু হাবিবুর রহমানকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ওই বিস্ময় শিশুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন: বাংলাদেশ  ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও নোয়াখালী জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মুবারক বিন মোর্শেদ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস  নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি আরাফাত বিন জাহাঙ্গীর, অফিস সম্পাদক মাহবুবুর রহমান, বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী শাহাদাত হোসাইন ও প্রধান হাফেজ নুরুল আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ‘শিশু হাফেজ হাবিবুর রহমান নিশ্চয়ই মহান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা পবিত্র কোরআনের এক অনন্য মুজিজাও বটে। এত কম বয়সে কোরআনের ৩০ পারা হৃদয়ে ধারণ করা বিস্ময়কর! হাবিবুর রহমান আগামীতে যেন তার এ মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেটাই আমাদের প্রত্যা...

পানবরজ থেকে২১ বছর তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Image
DBS NEWS 24 গত বৃহস্পতিবার(১৪ নভেম্বর)   সকালে সদর উপজেলার হাজরাহাটি-বোয়ালমারী শ্মশান মাঠ সংলগ্ন একটি পানবরজ থেকে  সদরে খালেদা আক্তার মুন্নি (২১) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যাওয়া শ্রমিকরা বরজের পাশে মরদেহটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। খালেদা আক্তার মুন্নি চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাঙাবাড়ীয়া ইদগাহ পাড়ার খোয়াজ আলীর মেয়ে খালেদা আক্তার মুন্নি (২১)। তিন বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ও সিআইডির ক্রাইমসিনের সদস্যরা।

ছাত্রলীগের হাতে ৮৬ জন নিহ

 ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ে ৮৬ জন নিহত হয়েছেন। আজ শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে নিরাপদ বাংলাদেশ চাই-এর আয়োজনে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’শীর্ষক সেমিনারে এমন তথ্য উঠে এসেছে। সেমিনারে ‘ছাত্র রাজনীতির অন্ধকারের এক যুগ’বিষয়ক গবেষণা প্রবন্ধে উল্লেখ করা হয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে শিক্ষা প্রতিষ্ঠানে নিহত  হয়েছে ৫১ জন। এ সময় ধর্ষিত হয়েছেন ১৪ জন নারী। যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে ৬৯। এই ১৫ বছরে নির্যাতিত হয়েছে এক হাজার ৩২ জন শিক্ষার্থী।’ এছাড়া ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫৩টি চাঁদাবাজি, ৩৯টি টেন্ডারবাজি ও ৩০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ। নিজেদের দলীয় কোন্দলে প্রাণ হারিয়েছে ৪৭ জন। পরীক্ষায় নকল জালিয়াতি ও ভুয়া বাণিজ্যে গত ১৫ বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৩৭টি ঘটনার সবগুলোর সঙ্গেই ছাত্রলীগ জড়িত ছিল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সন্ত্রাসের আখড়া না হয় সেদিকে খেয়াল রাখছে অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গ...

কুলাউড়ার ছাত্রলীগ নেতা গ্রেফতার

Image
সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফসার ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানাপুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন ট্রাম্প

Image
 DBS24  আন্তর্জাতিক রাজনিতি ২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবারের নির্বাচনে জিতে তিনি হতে যাচ্ছেন সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বয়স এখন ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন। শুধু তা–ই নয়, ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন। এবারের নির্বাচনে ট্রাম্প ৬০ বছর বয়সী কমলা হ্যারিসকে হারিয়েছেন। এর আগে ২০১৬ সালে তিনি আরেক নারী প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। কমলার সঙ্গে ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলে নজর ছিল সবার। তবে নির্বাচনের ফলাফলে অবশ্য তার প্রতিফলন দেখা যায়নি। সর্বশেষ দোদুল্যমান উইসকনসিন অঙ্গরাজ্যে জয় পেয়েছেন  ট্রাম্প। উইসকনসিনে ১০টি ইলেকট...

জনাব শৈয়ব আলীর(কালা)লাশ আগামীকাল এসে দেশে পৌছাবে

Image
 সব কিছু ঠিক থাকলে, জনাব শৈয়ব আলীর(কালা) লাশ আগামীকাল  সৌদি আরব থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, বাংলাদেশ সময় সকাল ১০টায়  পৌঁছানোর কথা রয়েছে।  মরহুমের জানাজার নামাজ আগামীকাল ৭ই নভেম্বর ২৪ইং, রোজ বৃহস্পতিবার, ২ টা ৪০মি: সময় নবীগঞ্জ বাজার সংলগ্ন মাঠে  অনুষ্ঠিত হবে।  এতে প্রত্যাক মুসলমান ভাইদের নামাজে শরীক হওয়ার জন্য দাওয়াত করা যাইতেছে।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইছি রাজিউন তিনি,  ১০ই অক্টোবর ২৪ইং এক দুর্ঘটনায় চিকিৎসা দিন অবস্থায়  কিং ফাহাদ হসপিটালের সৌদি সময় ১০ টা ১৫  মিনিটে, (বাংলাদেশ সময় রাত ১ :১৫ মিনিটের) সময়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ইন্নালিল্লাহি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন, আমিন।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইনিয়নের কবি ও গীতিকার রমজান আলী।

Image
  রমজান আলীর কবিতা :  🙏 শুভ হোক বিদায় 🤲 🇧🇩 রমজান আলী ✍️ বন্ধু আমায় জিজ্ঞেস করে  কি হে রমজান ভাই - বাসা বাড়ি করতে তোমার  মনে কি সাধ নাই!  সারা জীবন কি করলে ভাই  পরের দেশে থাকি? জীবনটা তো শেষ করিলে কয়দিন আছে বাকী!  শেষ বয়সে পস্তাবে তাই  আমার কথা ধরো- গ্রামে কিংবা শহরে হোক  কিছু একটা করো! বন্ধু আমার মহা জ্ঞানী  সবকিছু বেশ বুঝে - নিজের চিন্তা ছেড়ে দিয়ে  আমার শান্তি খুঁজে! 🤔 আমি তাকে প্রশ্ন করি কোথায় তোমার ঘর? সে আমাকে জবাব দিলো সামনে তার কবর।😢 বন্ধুর কথা শুনে আমার  পায় যে খুবই হাসি - তুমি যেমন আমিও তেমন  ভবের পরবাসী।  এমন কথা শুনে আমার  বন্ধু দিলো কেঁদে - সবার বুঝি একই দশা ধনী গরীব ভেদে?  তাহলে কও ওরা কেনো  বাঁধছে রঙিন বাড়ি?  শহর টাউন সব জায়গাতে  দালান সারি সারি!  আমি তখন কইলাম বন্ধু  শান্ত করো মন- এর জন্যে তো দুনিয়া জুড়ে  এতোই বিভাজন।  রং ছড়ানো ভবের হাটে যার যা ইচ্ছে করে - একদিন কিন্তু যেতে হবে  ঐসব থাকবে পড়ে!  সাধ আছে তো সাধ্যের অভাব  তার মনে নেই সুখ - অন...