Posts

Showing posts from March, 2025

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা মানববন্ধন।

Image
 ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা মানববন্ধন। শুক্রবার (২১ই মার্চ) দুপুর ২টায় চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত বিন জাহাঙ্গীর । সভাপতির বক্তব্যে আরাফাত বিন জাহাঙ্গীর বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাঈল বিশ্ব মানবতার শত্রু, তারা যুদ্ধ বিরতির নিয়মনীতি না মেনেই গতদিন নিরিহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি তার বক্তব্য বিশ্বমোড়লদের কে ইসরাঈলের বিপক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতিসংঘ এবং ওআইসি দ্রুত এর পদক্ষেপ নিবে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহ্বান জানান, ইসরাঈলের সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি জানান। তিনি আরও বলেন, খেলাফত ছাত্র মজলিস এর নেতাকর্মীরা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, যুব মজলিস এর প্র...

উদীয়মান তরুণ সংঘ,জাব্দা, রমজান মাসে লাইটিং কাজ।

Image
 শিক্ষা,ঐক্য,সেবা,শান্তি.....উদীয়মানের মূলনীতি গত ০৬ ও ০৭ই মার্চ ২০২৫ খ্রি. রোজ বৃহস্পতিবার ও শুক্রবার উদীয়মান তরুণ সংঘ জাব্দা এর মাধ্যমে জাব্দা গ্রামের রাস্তার লাইটিং মেরামতের কাজ করা হয়।বিগত কিছুদিন থেকে মানুষ রাতের অন্ধকারে বিশেষ করে, তারাবিহ নামাজ ও ফযরের নামাজে যেতে ধুলাবালিময় রাস্তায় বেশ সমস্যার মুখামুখি হতে হয়েছিলো।আলহামদুলিল্লাহ,এখন রাতের অন্ধকারে মানুষে খুব সহজে চলাচল করতে পারছে।পুরো পথ আলোকিত যার মাধ্যমে মানুষের চলাফেরা খুব সুবিধাজনক হচ্ছে। উদীয়মান তরুণ সংঘ, জাব্দা সংগঠন ১৭ই মার্চ ২০১৮ সালে প্রতিষ্টার পর থেকে প্রায় সকল সামাজিক উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এতদূর সংগঠনকে এগিয়ে নিতে এলাকার প্রায় সর্বস্তরের মানুষের অবদান আছে।   অত্র অঞ্চলের সবচেয়ে পুরােনা ও সুনামধন্য সংগঠন উদীয়মান তরুণ সংঘ। প্রতিষ্টা হওয়ার পর থেকে সমাজে নানান উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। উদীয়মান তরুণ সংঘ, জাব্দা এর সেবা সমূহ:- ১। সাধ্যনুযায়ী গরীব ও দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা। ২। রাস্তা চলাচলে মানুষের সমস্যা হয় এমন পরিস্থিতিতে মেরামতের ব্যবস্থা। ৩। যুব সমাজকে দেশপ্রেমে ...

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প

Image
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। রুবায়েত কবীর বলেন, আজ বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত বলে জানান রুবায়েত কবীর। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১০ দিনে চারবার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হলো। স্টাফ রিপোর্টার: রাফি শেখ 

মুক্তাজিপুরের পুরাতন পুল ভেঙ্গে, নতুন পারাপারের পুলের কাজ চলছে।

Image
 মুক্তাজিপুরের পুরাতন পুল ভেঙ্গে, নতুন পারাপার পুলের কাজ চলছে।২০২৫ ইং কুলাউড়া উপজেলার ২নং ভূকশিমইল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড' মুক্তাজিপুর গ্রামের এই পুলটি। মুক্তাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পারাপারের জন্য একটা পুল রয়েছে!  সেটা কয়েক বছর যাবত ভাঙ্গ ছিল। অনেক বছর পরে এটা মেরামতের জন্য কিছু অনুদান আসে।এর কাজ রমজান মাসেও চলমান। গত ৫/৬ দিন যাবত এর ভাঙ্গা কাজ চলছে। অনেক মজবুত থাকার কারনে ভাঙ্গার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে অল্প সময়ে এই পুল ভেঙ্গে নতুন পুলের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।  ভূকশিমইল ইউনিয়ন বৃহৎ পুলের মধ্যে এটাও একটা।যখন বন্যা হয় তখন আশে পাশে অনেক পানি জমা হয় তখন সেটার নিচ নিয়ে পানি চলে যায়। এই পুলের কার্যক্রম দেখে স্হানীয় লোকেরা অনেক খুশি হয়েছেন।এই পুল টি প্রায় কয়েক শত বছর পুরনো। এটা কয়েক বছর যাবত ভাঙা। রড বের করা ছিল।  স্টাফ রিপোর্টারঃ রাফি শেখ।  DBS News 24 

কুলাউড়ায় মেধাবী ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের কোরআন বিতরণ

Image
 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মেধাবী ছাত্রদের মাঝে ইসলামি ছাত্রশিবির তাফহীমুল কোরআন বিতরণ করেছে। ৪ মার্চ (মঙ্গলবার) কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে জামায়াত অফিসে উপজেলা ছাত্রশিবির সভাপতি আতিকুর রহমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি মু.নিজাম উদ্দিন। মেধাবী ৪৭ জন ছাত্রদের মাঝে তাফহীমুল কোরআন বিতরণ করা হয়েছে স্টাফ রিপোর্টার: রাফি শেখ 

রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভাটেরা গার্লস স্কুল

Image
 রক্তদান সংগঠন ভূকশিমইল ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আজ ০২ ই মার্চ ২০২৫ ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় ভূকশিমইল ইউনিয়নের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান,ভাটেরার ১ টি এবং বরমচালের ১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে ভাটেরা গার্লস স্কুল ও বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে ভাটেরা গার্লস স্কুলের বিতার্কিকরা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়। অত্র সংগঠনের উপদেষ্টা জনাব নুরুল ইসলাম(ভারপ্রাপ্ত অধ্যক্ষ,ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ) সভাপতিত্বে এবং কামাল উদ্দিনের সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন অত্র সংগঠনের সহ সভাপতি আহমদ আল হাসান।পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান (মনির)। আয়োজনে প্রধান আকর্শন হিসেবে বক্তব্য পেশ করেছেন GPH ইস্পাত কোম্পানির জিএম জনাব এনামুল ইসলাম । প্রধান বক্তা বলেন, “উপজেলা বা জেলা পর্যায়ে এমন যাকজমক আয়োজন...