বিদগ্ধ আলেমকে মুহতামীম নিয়োগে প্রশংসায় ভাসছেন কমিটির নেতৃবৃন

। মুহাম্মদ আমির উদ্দিন কাশেম জেলা প্রতিনিধি মৌলভীবাজার। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের প্রাচিনতম দ্বীনি বিদ্যাপিঠ লালারচক দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা ( ইহতেমামী)র দায়িত্বভার দেয়া হয়েছে মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রধান মুফতি অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা মুফতি আশরাফুল হক্বকে। গতকার বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ জুহর মাদ্রাসা মিলনায়তনে কমিটির সিনিয়র দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিয়োগ পত্র প্রদানের মাধ্যমে নবনিযুক্ত মুহতামিম সাহেবকে দায়িত্ব হস্তান্তর করা হয়। এই খবর জাতীয় পত্রিকা ও পোর্টালে প্রকাশিত হওয়ার পর মুহুর্তেই এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে এতে সোশ্যাল মিডিয়াসহ দেশি ও প্রবাসি প্রত্যেকের মুখে মুখে প্রচারণা চলতে দেখা যায়। এ ব্যাপারে লালারচক এলাকার ও মাদ্রাসা সংশ্লিষ্টদের অনেকের সাথে কথা বলেন অত্র প্রতিবেদক, এসময় তারা সকলেই বলেন অনেকদিন পর একজন যথাযোগ্য লোক যথাস্থানে নিয়োগ দিয়েছেন কমিটির নেতৃবৃন্দরা, তাই তারা মাদ্রাসা পরিচালনা কমিটি ও কার্যনির্বাহি কমিটিস...