Posts

Showing posts from April, 2025

বিদগ্ধ আলেমকে মুহতামীম নিয়োগে প্রশংসায় ভাসছেন কমিটির নেতৃবৃন

Image
 ।  মুহাম্মদ আমির উদ্দিন কাশেম  জেলা প্রতিনিধি মৌলভীবাজার।   মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের প্রাচিনতম দ্বীনি বিদ্যাপিঠ লালারচক দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা ( ইহতেমামী)র দায়িত্বভার দেয়া হয়েছে মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রধান মুফতি অত্র এলাকার কৃতি সন্তান  মাওলানা মুফতি আশরাফুল হক্বকে। গতকার বৃহস্পতিবার (১০এপ্রিল)  বাদ জুহর মাদ্রাসা মিলনায়তনে কমিটির সিনিয়র দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিয়োগ পত্র প্রদানের মাধ্যমে নবনিযুক্ত  মুহতামিম সাহেবকে  দায়িত্ব হস্তান্তর করা হয়। এই খবর জাতীয় পত্রিকা ও পোর্টালে প্রকাশিত হওয়ার পর মুহুর্তেই এই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে এতে সোশ্যাল মিডিয়াসহ দেশি ও প্রবাসি প্রত্যেকের মুখে মুখে প্রচারণা চলতে দেখা যায়। এ ব্যাপারে লালারচক এলাকার ও মাদ্রাসা সংশ্লিষ্টদের অনেকের সাথে কথা বলেন অত্র প্রতিবেদক, এসময় তারা সকলেই বলেন  অনেকদিন পর একজন যথাযোগ্য লোক যথাস্থানে নিয়োগ দিয়েছেন কমিটির নেতৃবৃন্দরা, তাই তারা মাদ্রাসা পরিচালনা কমিটি ও কার্যনির্বাহি কমিটিস...

কষ্ট দিলে কষ্ট পায় ?? শরীফ নবাব হোসেন ।

Image
কষ্ট   দিলে    কষ্ট    পায় ??  শরীফ  নবাব  হোসেন ।  কষ্ট দিলে কষ্ট পায় এর কোন বিকল্প নাই  মনে দেয়া কষ্ট  কভু মুচে না যায় ।  আল্লাহ মাফ করেন না মানুষের মনের ব্যথা যার ব্যথা তিনি না করলে মাফ পাপ হইবে না কখনো সাফ ।  কষ্ট দিয়ে পায় সুখ দেখি তার হাসিমুখ  একসময় পড়ে ধরা তাদের জীবনে নামে খরা !   ঘুষে ফাইলে কাজে আত্মসাতে সাধারণ জনতাকে করে হয়রানি  তারা কী মানুষ না পিচাশ  তা আমরা না জানি ?   মানুষকে কষ্ট দেয়া মহা অপরাধ  এটা পাপের উপরেও বড় পাপ পাপী দের জীবনেও আসে সর্বনাশ  পরিবর্তীত সময়ে হয় তারা হতাশ ।।  অপরকে কষ্ট দেয়া ও বঞ্চিত করার মাঝে  নেই বিন্দুমাত্রও আত্মার সুখ  সহযোগিতা ও সহমর্মিতার মাঝে সকল সুখ অমানবিকতা ও অবিচারে সীমাহীন দুঃখ ।  যাহোক ,  কোনকিছুর লোভে মোহে স্বভাবের খায়েশে মানুষের মনে দেবোনা কষ্ট  মানুষের চলার পথকে করে দেবো সহজ অন্যের ক্ষতি করে হবোনা পথভ্রষ্ট ।।  শরীফ  নবাব  হোসেন ।

এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে যা জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

Image
 এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ১০ এপ্রিল থেকেই রুটিন মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন।   সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোসহ দুই দফা দাবি জানিয়েছে একদল পরীক্ষার্থী। তারা এ দাবি আদায়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো গুজব ও কথিত অসহযোগ আন্দোলন না করে পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানোর কাজও শেষ পর্যায়ে। এ মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। এখন এ ধরনের আন্দোলন অযৌক্তিক। ঢাকা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে। গুজব ছড়াচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের এসব গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা উচিত হব...